রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহটি এখন মৃদু থেকে মাঝারি পর্যায়ে পৌঁছেছে। একই ধরনের গরম অনুভূত হচ্ছে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও নীলফামারী জেলাগুলোতেও। এ তাপপ্রবাহ আরও অন্তত দুই দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদের পর্যাপ্ত পানি পান ও ছায়াযুক্ত স্থানে বিশ্রামের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।