সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, কবি যাকিউল হক জাকী ৩১ মে ২০২৫ শনিবার রাত ১০ টায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবি যাকিউল হক জাকী দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ড. এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুলসহ অসংখ্য কবি- লেখক- শিল্পী- সংস্কৃতিজন। কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালের সামনে রাত ১.০০ টায় প্রথম জানাজা শেষে বগুড়ায় তার গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে যাকিউল হক জাকীর মরদেহ নিয়ে রওনা হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, মহানগর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, ড. আব্দুল মান্নান, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল এবং মরহুমের ছেলে আবু নজম মুহাম্মদ জারিফ। পরিবারের ইচ্ছা অনুযায়ী সম্মানিত সিটি আমীর জানাজার ইমামতি করেন। ১ জুন সকাল সাড়ে ৮ টায় দ্বিতীয় জানাজা নিজ জন্মভূমি বগুড়ায় অনুষ্ঠিত হবে।
বেলা সাড়ে ১০ টায় পৈতৃক ভূমি জয়পুরহাটের আক্কেলপুরে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে। কফিনের বহরে আছেন মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, ড. আব্দুল মান্নান, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল, সহকারী সেক্রেটারি আল্লামা ইকবাল, এম এ তাওহিদ, আব্দুর রহমান, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আতাউর রহমান, আব্দুল জলিল এবং পরিবারের সদস্যবৃন্দ।
প্রিয় নবী
যাকিউল হক জাকী
তোমার প্রেমে ভালোবাসা
বইছে অবিরত
কাব্য কথা তোমায় নিয়ে
গল্প শুনি কত।।
মেঘ রাশিতে বৃষ্টি স্নাত
আকাশ মাটি প্রীতি
মরুর বুকে পরম সুখে
হাসলো যথারিতি।।
ফুলের ঘ্রানে মৌ ছুটিল
পাখির ডাকাডাকি
সাগর পানে নদীর মিছিল
প্রাণের আঁকাআঁকি।।
ধরার ধামে নূরের ছটা
চলছে বহমান
পাহাড় ফেটে ঝর্ণাধারা
সত্যের আহবান।।
চাঁদ সুরুজে তারার মেলা
জোনাক নাচানাচি
আঁধার কেটে আলোর চলা
নতুন পথসূচি।।
খুন থামিলো সুখ ঝড়িতে
গুনের মাখামাখি
মানবকুলে শান্তি স্রোতে
জুড়ালো যে আখি।।
মহান প্রভুর সৃষ্টি সেরা
তুমি প্রিয় নবী
সকল কাজে অনন্তকাল
ফুটবে তোমার ছবি।।
অদল বদল
যাকিউল হক জাকী
পৃথিবীটা কেমন যেন লাগে
মনের কোণে প্রশ্ন থাকে
বাবার স্নেহ মায়ের আদর
পাচ্ছি এখন ভাগে।
বোনের সোহাগ, ভাইয়ের প্রীতি
তা যেন এখন শুধুই স্মৃতি
বুকের মাঝে জাগে
পৃথিবীটা কেমন যেন লাগে।
মামা খালা সবই কাছে
চাচা ফুপু তারাও আছে
ভালোবাসার ত্যাগে
পৃথিবীটা কেমন যেন লাগে।
নানার বাড়ি কিযে মজা
মেলায় গিয়ে মিষ্টি গজা
দারুণ খেতাম আগে
পৃথিবীটা কেমন যেন লাগে।
দাদার বাড়ি নদীর পাড়ে
বটের ছায়ায় বারে বারে
ঘুরতে ভালো লাগে
পৃথিবীটা কেমন যেন লাগে।
ছেলে মেয়ের ভালোবাসা
বউয়ের মুখের মিষ্টি ভাষা
নিচ্ছি রাগে রাগে
পৃথিবীটা কেমন যেন লাগে।