দেশের স্বাস্থ্য খাত সংস্কারে নতুন উদ্যোগ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিতব্য এ সম্মেলনের মূল কার্য অধিবেশন বসবে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। সম্মেলনে ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনের মতো ফরম্যাটে এবারই প্রথম সিভিল সার্জন সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যাবলী ও চ্যালেঞ্জগুলোর লিখিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন সিভিল সার্জনরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সামনে দুইজন সিভিল সার্জন সরাসরি বক্তব্য উপস্থাপন করবেন জেলার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে। এছাড়া সম্মেলনের বিভিন্ন অধিবেশনে স্বাস্থ্যসচিব, উপদেষ্টা ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন এবং দিকনির্দেশনা দেবেন।
সম্মেলনে আলোচিত হবে:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, সম্মেলনের মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবায় বিদ্যমান কাঠামোগত দুর্বলতা শনাক্ত করে জাতীয় পর্যায়ে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। এতে স্বাস্থ্যখাতকে অধিকতর কার্যকর ও জনমুখী করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সূত্র:কালের কন্ঠ