পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নোয়াখালীর মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তিনি বলেন, মুছাপুর রেগুলেটরের ভিত্তিপ্রস্তর আমরা আমাদের সময়েই রেখে যেতে চাই।
বুধবার (২৮ মে) বিকেলে ঢাকার পানি ভবনের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের মাসিক আরএডিপি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী আগস্ট মাসের মধ্যে রেগুলেটর পুনঃনির্মাণের চূড়ান্ত নকশা প্রণয়ন সম্পন্ন করার নির্দেশ দেন।
সভায় উপদেষ্টা আরও বলেন, অফিসারদের মধ্যে যারা সৎ, জনবান্ধব, আন্তরিক এবং উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন, তাদেরকে ভবিষ্যতে পদোন্নতির জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
নদীভাঙনের সময় পানি উন্নয়ন বোর্ড যেন দ্রুত সাড়া দেয়, সে বিষয়ে জোর দেন তিনি। যেন বিপদের সময় মানুষ বুঝতে পারে—সংস্থাটি তাদের পাশে রয়েছে। ঈদের সময় নদীভাঙনপ্রবণ এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি প্রয়োজনে ছুটি বাতিলেরও নির্দেশ দেন উপদেষ্টা।
রিজওয়ানা হাসান আরও বলেন, ৭টি বিভাগের ৭টি নদী দখল ও দূষণমুক্তকরণের চূড়ান্ত কর্মপরিকল্পনা দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুত করতে হবে। তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ গুণগতমান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান। এতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. আ.ন.ম বজলুর রশীদসহ দপ্তর ও সংস্থার প্রধানগণ, জোনের প্রধান প্রকৌশলীগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।