সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শনিবারের তুলনায় আজ (রোববার) সকাল থেকেই তাপমাত্রা আরও বেড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হতে পারে, যার ফলে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হবে। আজ রোববারও রংপুর, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আমাদের দেশে সাধারণত এপ্রিল থেকে তাপমাত্রা বাড়তে থাকে। এবার কিছুটা দেরিতে শুরু হলেও বর্তমানে চলমান তাপপ্রবাহ সোমবার থেকে কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও একই অবস্থা বজায় থাকতে পারে এবং তাপমাত্রাও সেই অনুযায়ী কমবে।
রাজধানীতে আজ সকাল ৯টায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দুপুর ১২টায় বেড়ে দাঁড়ায় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
এর আগে শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল চলতি বছরের সর্বোচ্চ। একই দিনে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ রাজশাহী ও চুয়াডাঙ্গায় সীমাবদ্ধ থাকলেও শনিবার তা ছড়িয়ে পড়ে ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ ও যশোরেও। রোববার এই তাপপ্রবাহ দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
আবহাওয়াবিদরা জানান, সূর্যের তীব্রতা, বাতাসের কম গতি, দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পের অভাব এবং বৃষ্টির অনুপস্থিতির ফলে এই তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে গরমজনিত রোগব্যাধিও বাড়ছে।
স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে যথেষ্ট পানি পান, সুরক্ষিত পোশাক পরিধান ও প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।