বঙ্গোপসাগরে আগামী ২৬ মে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর আগে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে, যা আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশে রয়েছে।
বৃষ্টিপাতের সময়সূচি ও এলাকা ভিত্তিক পূর্বাভাস:
তাপপ্রবাহ অব্যাহত:
বর্তমানে মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও সাতক্ষীরায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বিশেষ সতর্কতা:
বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা না থাকলেও, এ বিষয়ে সতর্ক নজর রাখা জরুরি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।