ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের মোংলা, শরণখোলা, মোড়েলগঞ্জ ও রামপাল উপজেলায় আবহাওয়ার অবনতি হয়েছে। বৃহস্পতিবার রাতে ঝড়ো বাতাসসহ মাঝারি বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আবহাওয়ার এই বিরূপ প্রভাব।এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূললীয় এলাকাসহ জেলার সব বাসিন্দাকে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ।
শুক্রবার এক বিবৃতিতে তিনি এ সতর্কবার্তা দেন।
বিবৃতিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়া ও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
বাগেরহাটের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও সরকারি আশ্রয়কেন্দ্রে দ্রুত নিরাপদ আশ্রয় নিন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও সমাজসেবীদের প্রতি অনুরোধ, আপনার আশেপাশের অসহায়, বৃদ্ধ, নারী ও শিশুসহ ঝুঁকিতে থাকা মানুষদের সাহায্যে এগিয়ে আসুন।
তার ভাষায়, সংকটময় এ সময়ে মানবিকতা ও দায়িত্বশীলতাই আমাদের বড় শক্তি। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। আল্লাহ তায়ালা সবাইকে নিরাপদে রাখুন, আমীন।
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবরকম সহযোগিতা, ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়ায় বাগেরহাটের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রস্তুত আছে বলেও উল্লেখ করেন বাগেরহাট-২ আসনের এই সংসদ সদস্য প্রার্থী।