সকালে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাসে জানিয়েছিল, আজ বৃহস্পতিবার (১ মে) দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল।
আজ সকাল ১১টা ৪৫ মিনিটে আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা, শেরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
বজ্রপাত ও ঝড়ের সময় করণীয়:
১. বজ্রপাত শুরু হলে ঘরের ভেতর অবস্থান করুন।
২. জানালা ও দরজা ভালোভাবে বন্ধ রাখুন।
৩. প্রয়োজন না হলে বাইরে বের না হওয়াই শ্রেয়।
৪. খোলা জায়গা বা গাছের নিচে আশ্রয় নেবেন না।
৫. কংক্রিটের মেঝেতে বসা বা শোয়া এবং দেয়ালে হেলান দেওয়া এড়িয়ে চলুন।
6. বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে দিন।
৭. পুকুর, নদী বা জলাশয় থেকে অবিলম্বে উঠে আসুন।
৮. ধাতব বা বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন।
৯. শিলা বৃষ্টি হলে ঘরের ভিতর থাকুন।
এছাড়াও সকাল ৯টার ১২০ ঘণ্টার পূর্বাভাস বুলেটিনে বলা হয়, বৃষ্টি হলেও দেশের সার্বিক তাপমাত্রা কমবে না। বরং আগামী পাঁচ দিনে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে ৫ম দিন থেকে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে, যদিও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
এ অবস্থায় সকলকে সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।