বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে টানা বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদিন এবং আগামীকাল দেশের বিভিন্ন স্থানে এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি বিভাগে বর্ষণ সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর মাধ্যমে সাগরে মাছ ধরা ট্রলার ও নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
মে মাসের শুরুতে প্রচণ্ড তাপপ্রবাহে দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তবে মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও, শেষ সপ্তাহে প্রবল বর্ষণ এবং নিম্নচাপের কারণে ফের ভিন্ন রূপ নিয়েছে আবহাওয়া।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তী সতর্কতা জারি করা হবে।
আবহাওয়ার এই পরিবর্তনে ফসল, জলাভূমি এবং জনজীবনে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়তে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।