জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের আকাশে বর্তমানে রাজনৈতিক সঙ্কট ঘনিয়ে আসছে। তিনি দাবি করেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টায় তার দল নয়, বরং তারা, যারা সংস্কার কার্যক্রমে বাধা দিচ্ছে।
সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টায় পাবনা শহীদ চত্বরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের দাবি তুলেই কিছু শক্তি গণতন্ত্রবিরোধী অবস্থান নিচ্ছে। এক্ষেত্রে ভারত ও কিছু গণমাধ্যমের ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “ভারতের যড়যন্ত্র এবং মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।”
তিনি অভিযোগ করেন, “একটি দল এই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা বলছে এর কোনো আইনগত ভিত্তি নেই। তারা আসলে নতুন করে মুজিববাদের ঠিকাদার হয়ে উঠেছে।”
তিনি আরও ঘোষণা দেন, “আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি অনুষ্ঠিত হবে।”
হাসনাত বসুন্ধরা মালিকানাধীন কিছু মিডিয়া হাউসের সমালোচনা করে বলেন, “আমরা পিছু হটবো না। মিডিয়াকে সংস্কার করেই ছাড়বো। মাফিয়াতন্ত্রমুক্ত মিডিয়া প্রতিষ্ঠা করতেই হবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ও জুলাই চেতনার পক্ষে জামায়াত নেতাদের কঠোর বার্তা