ঢাকাসহ দেশের অন্তত ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ মে) দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্ক বার্তা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত আরও এক পূর্বাভাসে বলা হয়, আগামী পাঁচ দিন অর্থাৎ শুক্রবার (৩০ মে) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরও বিস্তৃত হওয়ার পরিবেশ রয়েছে। এছাড়া, ২৭ মে’র মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সোমবার (২৬ মে)
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২৭ মে)
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং অন্য বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
বুধবার (২৮ মে)
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, অন্যত্র তা অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (২৯ মে)
সারা দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শুক্রবার (৩০ মে)
দেশের প্রায় সব এলাকায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিনও কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই পাঁচ দিন পর বজ্রবৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।
সার্বিকভাবে, সামনের কয়েক দিন দেশের অনেক অঞ্চলে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।