বাংলাদেশ পুলিশের পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। এই প্রতারক চক্র সম্পর্কে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, সম্প্রতি কিছু প্রতারক নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন পুলিশ অফিসারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রমে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফাঁদে পা না দেওয়ার অনুরোধ
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাধারণ মানুষ যেন এসব প্রতারকের ফাঁদে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।” প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়।
নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ
পুলিশ সদরদপ্তর আরও জানিয়েছে, জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশ সব সময় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, কোনো সন্দেহজনক বা পুলিশের নাম ব্যবহার করে প্রতারণামূলক আচরণ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বা পুলিশের হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।