বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও সাবেক বিসিএস চিকিৎসক ডা. জুবাইদা খান (আইডি-৪১১৪৪) সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্র নিশ্চিত করেছে, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দুই-তিন দিনের মধ্যে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।
ডা. জুবাইদা খান ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় গ্রুপ সেরার খেতাব জিতে সরকারি চিকিৎসক হিসেবে যোগদান করেন। এমবিবিএস সম্পন্ন করার পর তিনি লন্ডনের ইম্পিরিয়াল কলেজ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তবে ২০০৮ সালের সেপ্টেম্বরে স্ত্রী–সন্তানসহ স্বামীকে (তারেক রহমান) নিয়ে যুক্তরাজ্যে চলে যাওয়ায় শিক্ষা ছুটির মেয়াদ অতিক্রান্ত হওয়ার কারণে ২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় তার চাকরি অবসান করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক বলেন,
“ডা. জুবাইদা রবিবার (৬ মে) দেশে ফিরেছেন। তাঁকে দ্রুত সময়ের মধ্যে পুনরায় নিয়োগের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আদেশ জারির পর অফিসে যোগ দিতে পারবেন।”
রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ ১৭ বছর পর গত মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকায় পৌঁছান ডা. জুবাইদা। স্বাস্থ্য মন্ত্রণালয় খন্দকার মোহাম্মদ আখতার রোডের মাহবুব ভবনে অবস্থান করবেন বলে জানা গেছে। ভবনের সুরক্ষাব্যবস্থা জোরদার করতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
১৯৯৫–২০০৮ মেয়াদে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকারী ডা. জুবাইদার চাকরি অবসানের পরাতেই বিএনপির পদে ওঠা কর্মজীবনের এক অধ্যায় সমাপ্ত হয়। ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর উচ্চ শিক্ষার উদ্দেশ্যে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও দেশে না ফেরায় ২০১৩ সালে কর্মদিবস অনুপস্থিতি দেখিয়ে তাঁর চাকরি বাতিল করে বিভাগ।
দীর্ঘ বিরতির পর সরকারি চাকরিতে পুনরায় ফিরে আসা ডা. জুবাইদার অভিজ্ঞতা স্বাস্থ্যসেবায় নতুন প্রাণ জোগাবে সরকারের আশা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সব নিয়ম মেনে দ্রুত তাঁর নিয়োগ৷