3 মাস আগে
মহররমে বিদআত ও ভ্রান্ত রীতি: যা করণীয়
মহররম ‘আশহুরে হুরুম’ বা সম্মানিত চার মাসের একটি, যার প্রতি আল্লাহ ও তার রাসুল (সা.) বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ মাসের ১০ তারিখ ‘আশুরা’ নামে পরিচিত। বহু নবীর জীবনে এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। মহররম নিয়ে বিদআত ও ভ্রান্ত রীতি প্রচলিত রয়েছে। এ নিয়ে আমাদের সচেতন থাকা জরুরি।