3 মাস আগে
ইসরাইলে থাকা ২,৫০,০০০ নাগরিককে সরিয়ে নিচ্ছে ফ্রান্স
ইরান-ইসরাইল সংঘাতের কারণে বিশ্বব্যাপী তুমুল উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।এই উত্তেজনা ও আতঙ্কের ফলে ইসরাইলে বসবাস করা ২,৫০,০০০ নাগরিককে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স।
ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি ইসরাইল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক এ৪০০এম বিমান পাঠাচ্ছে।খবর আল-জাজিরা।
মন্ত্রণালয় দুটি আরও জানিয়েছে, এই সামরিক ফ্লাইটগুলো চার্টার্ড বেসামরিক বিমানের অতিরিক্ত সহায়তা হিসেবে পরিচালিত হবে। সামরিক বিমানে করে যাদের ইসরাইল থেকে সরিয়ে নেওয়া হবে, তাদেরকে প্রথমে সাইপ্রাসে নিয়ে যাওয়া হবে।
আল-জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলে বর্তমানে প্রায় ২,৫০,০০০ ফরাসি নাগরিক বসবাস করছেন।