যুক্তরাষ্ট্র ইয়েমেনে একের পর এক বিমান হামলা চালিয়ে অন্তত ১৪ জন বেসামরিক নাগরিককে আহত করেছে। দেশটির বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
হুতি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-মাসিরাহর বরাতে জানা যায়, রাজধানী সানার কেন্দ্রীয় আত্তান এলাকায় দুটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এছাড়া আল-জওফ প্রদেশের খাব্ব ও আশ শাআফ এলাকায় তিনটি, মারিব প্রদেশের রাঘওয়ানে দুটি, সানার বনি হুশাইশ ও বনি মাতার এলাকায় সাতটি এবং সাদা শহরের পূর্বাঞ্চলে তিনটি হামলার খবর পাওয়া গেছে।
সানা শহরের শুউব জেলায় চালানো এক হামলায় আহত হয়েছেন ১৪ জন বেসামরিক নাগরিক। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া মার্কিন অভিযানে ইয়েমেনজুড়ে এ পর্যন্ত এক হাজারের বেশি বিমান হামলা হয়েছে। এতে অসংখ্য হতাহতের পাশাপাশি বিধ্বস্ত হয়েছে বহু বেসামরিক অবকাঠামো।
এই সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুতি গোষ্ঠীর বিরুদ্ধে ‘চূড়ান্ত আঘাত’ হানার হুঁশিয়ারি দেন। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর মন্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: শাফাক নিউজ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই