ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিলো। ওই সময় একটি মিটিংয়ে ছিলেন বলেও জানিয়েছেন তিনি।
আমেরিকান টিভি সঞ্চালক টাকলার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এটি বলেছেন।
ওই সাক্ষাৎকারে মি. পেজেশকিয়ান বলেছেন যে তার দেশে আমেরিকান বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই।
ইসরায়েল সরকার ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে কি-না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, তারা চেষ্টা করেছে। তারা ব্যাপক চেষ্টা করেছে। তবে তারা ব্যর্থ হয়েছে।”
এ বিষয়ে তিনি নিশ্চিত কি-না এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে।
“আমি একটি সভায় ছিলাম ও করণীয় নিয়ে আলোচনা করছিলাম। গুপ্তচরদের কাছ থেকে তথ্য পেয়ে সেখানে বোমা হামলা চালায় ইসরায়েল। তবে যখন আল্লাহ না চান, তখন আর কিছুই হয় না।”
এর আগে ইরানি নেতার একজন উপদেষ্টা আলি লারিজানি বলেছিলেন যে “ইসরায়েল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সভাস্থলের খোঁজ পেয়েছিলো এবং তারা চেয়েছিলো বোমা মেরে নেতাদের ধ্বংস করে দিতে। তবে তারা সফল হয়নি”।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমি মাতৃভূমি ও স্বাধীনতা রক্ষায় জীবন দিতে ভীত নই। কিন্তু সেটা কি স্থিতিশীলতা আনবে?”
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সাথে আলোচনা স্থগিতে ইরানের সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই ইস্যুতে আলোচনার মধ্যে ছিল ইরান। আমাদের বলা হয়েছিলো ইসরায়েল ইরানে হামলা করবে না। কিন্তু ইসরায়েল আলোচনার টেবিলেই বোমা ফেলেছে”।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই
গাজার উত্তরে হামলায় ভয়াবহ বিস্ফোরণে ৫ ইসরায়ি সেনা নিহত