ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৪ জন।
মঙ্গলবার (৮ জুলাই) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে গতকাল রাতে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরাইলি সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহত দুইজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন, স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)। তারা দু’জনেই জেরুসালেমের বাসিন্দা। বাকি তিনজনের নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে আহত হন। সৈন্যরা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন, কোনো গাড়ির ভেতরে ছিলেন না। হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। ১৪ জন আহতের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
নেতজাহ ইয়েহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সাথে একটি অভিযানে অংশ নিচ্ছে তারা। এর লক্ষ্য, এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই