গাজায় চলমান গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ইসরাইলের ওপর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতি আয়োজিত মানববন্ধন ও পদযাত্রায় এই আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক ও আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন।
তিনি বলেন, “ফিলিস্তিন আমাদের পবিত্র ভূমি। এই ভূমিতে বহু নবী-রাসূলের জন্ম ও কবরস্থান রয়েছে। এটি আমাদের আত্মার সঙ্গে জড়িত। সেখানকার নিরীহ মানুষদের রক্ষায় মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে ইসরাইলের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”
সমাবেশে অংশ নিয়ে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, “ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে এখনই যুদ্ধ ঘোষণা করতে হবে। ইসরাইলকে সামরিকভাবে গুড়িয়ে দিতে না পারলে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান হবে না।”
বক্তারা আরও বলেন, মাসের পর মাস ধরে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে ৬২ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে, আর বিশ্ব নীরব দর্শক হয়ে আছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন:
এ বি এম ওয়ালিউর রহমান খান, গাজী তৌহিদুল ইসলাম, মাকসুদ উল্লাহ, আশরাফুজ্জামান, ফিরোজ শাহ, সাইফুর রহমান, সালাউদ্দিন, রুহুল কুদ্দুস মুন্না, আরিফর রহমান, আজিজুল হক, সিদ্দিকুর রহমান, মো. সালাউদ্দিন, আকবর হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।
বক্তারা মুসলিম বিশ্বকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং বলেন, গাজায় নিরীহ মানুষদের রক্ষায় এখন সময় এসেছে বাস্তব পদক্ষেপ নেওয়ার।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না