জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণের শিকার হয়ে মানসিক ট্রমা থেকে আত্মহত্যা করেছেন। একই সময়ে মাগুরায় আট বছরের শিশু আসিয়াও নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়। এসব ঘটনায় ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও আলোচনা চলছে।
এ অবস্থায় রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে তিনি এসব ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত বিচারের আশ্বাস দেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, "জুলাই গণ–আন্দোলনে একজন শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তব্ধ করেছে। আমরা যত দ্রুত সম্ভব এর বিচার করব।"
তিনি জানান, লামিয়ার ধর্ষণে অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়ে এখনো কারাগারে রয়েছেন এবং তাদের জামিনের খবরটি ভুয়া। অভিযুক্তদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে এবং দ্রুত চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলছে। সংশোধিত আইনের অধীনে বিচার শুরুর ৯০ দিনের মধ্যেই রায় প্রদানের বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে ডিএনএ প্রতিবেদন অনুকূলে থাকলে এর আগেই বিচার শেষ হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিশু আসিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, "মাগুরার ঘটনায় চার্জশিট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তি থাকায় আমরা আশা করছি, ৭ কার্যদিবসের মধ্যেই বিচার সম্পন্ন হবে।"
তিনি আরও বলেন, "বিচারকাজে দু–চারদিন দেরি হলে আপনারা ব্যথিত হন, সেটা বোধগম্য। কিন্তু বিচার যদি সঠিকভাবে না হয়, উচ্চ আদালতে আপিলে গিয়ে যদি রায় টিকতে না পারে, তাহলে সেটি হবে আরও শোচনীয়। ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে। তবে নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে আমাদের সরকার বদ্ধপরিকর।"
সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্ট্যাটাস ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং অনেকেই দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করছেন।
সংগৃহিত প্রতিবেদন
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড