এবি যুব পার্টি ও এবি পার্টি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে গাজীপুর জেলা ও মহানগরের উপজেলা / থানা সংগঠন সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ১৭ জুন বিকেলে গাজীপুর চৌরাস্তা রহমান শপিং মলে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাবে সভাপতি এম আমজাদ খান, এবি যুব পার্টি গাজীপুর জেলা ও মহানগর আহবায়ক মাসুদ জমাদ্দার রাণা ও সদস্য সচিব এডঃ সুলতানা রাজিয়া, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, যুবনেতা গোলাম রসুল দিনার ও জুয়েল রানা, শ্রমিক নেতা মনির হোসেন প্রমুখ।
এসময় সিদ্ধান্ত হয় আগামী ২১ জুন শনিবার বিকেল চান্দনা চৌরাস্তা নাম্বার ওয়ান রেস্টুরেন্টে, জয়দেবপুর রোড, চান্দনা চৌরাস্তা, গাজীপুর মহানগর এবি পার্টি, এবি যুব পার্টি ও অঙ্গ সংগঠনের উপজেলা ও থানা প্রতিনিধি সংগঠক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হবে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ