জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১ জুন) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশের ১৩৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। প্রায় এক দশক পর সরাসরি পদ্ধতিতে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে মানবিক শাখায় ২ লাখ ৭৪ হাজার ৭১৮ জন, বাণিজ্য শাখায় ১ লাখ ১৭ হাজার ০৩৬ জন এবং বিজ্ঞান শাখায় ১ লাখ ৬৮ হাজার ৮৪১ জন।
শুক্রবার সকালে ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য প্রফেসর এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, সব পরীক্ষা কেন্দ্র জেলা সদরে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীরা কলেজ থেকে অথবা ইউজার আইডিতে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনে প্রাথমিক আবেদনপত্র, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড বা এসএমএসের প্রিন্ট দেখিয়েও পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি পর্যালোচনা করেছেন। গঠন করা হয়েছে একটি পরিদর্শন টিমও। সর্বশেষ ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি পরীক্ষা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ এক যুগ পর বর্তমান উপাচার্যের উদ্যোগে আবারও সরাসরি পরীক্ষার মাধ্যমে ভর্তির এই কার্যক্রম চালু হচ্ছে। অনেকেই এটিকে বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও মানোন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।