আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর সরকারিভাবে গেজেট প্রকাশ হলে দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি) — জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১১ মে) গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, "সরকার যদি আজ গেজেট প্রকাশ করে, তাহলে আমরাও আজকেই বিষয়টি নিয়ে সিদ্ধান্তে যেতে পারি। আমাদের বিবেচনায় রাখতে হবে, বাংলাদেশের বর্তমান স্পিরিট কী বলে।"
এর আগে শনিবার (১০ মে) রাতে সাবেক আইনমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এবং জুলাই আন্দোলনের কর্মী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে একটি সরকারিভাব প্রজ্ঞাপন (গেজেট) পরবর্তী কর্মদিবসে প্রকাশিত হবে।
সূত্র:কালবেলা
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ