নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও, পুলিশ তা অস্বীকার করেছে।
ঘটনাটি ঘটে শনিবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে চাঁচকৈড় বাজারের শিক্ষা সংঘ সড়কে। পরে গভীর রাতে পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে, তবে গুলিবিদ্ধ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। থানায় এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা নিয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এই বৈরিতা সভার সময় সহিংসতায় রূপ নেয়।
আব্দুল আজিজের দেওয়া এক বক্তব্যে রঞ্জুর সমর্থক নাজমুল করিম নজু প্রতিবাদ জানালে তা ঘিরে শুরু হয় বচসা, যা পরে সভার বাইরে সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উভয়পক্ষের মধ্যে ঢিল ছোড়া এবং ১৫ থেকে ২০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আব্দুল আজিজের পক্ষ দাবি করছে, তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে দুলাল সরকার দাবি করেছেন, উস্কানিমূলক বক্তব্যের জেরে তার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং গুলি ছুড়েছে আজিজপন্থীরা। গুলিতে কেউ আহত হয়নি বলে জানান তিনি।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের জন্য ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।
সূত্র:দৈনিক ইত্তেফাক
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ