১৬ এপ্রিল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নির্বাচনপূর্ব কিছু সংস্কার বিষয়ে ঐকমত্য তৈরি হলে, তা ১৫-২০ দিনের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বিএনপির এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমীর খসরু বলেন, “নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। এখানে কিছু সংস্কারের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টাও বলেছেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা ইতোমধ্যে প্রস্তাবনা জমা দিয়েছি। ঐকমত্য হলে এসব কাজ ১৫-২০ দিনের মধ্যেই শেষ করা সম্ভব। এরপর যে সনদের কথা বলা হয়েছে, তা স্বাক্ষর করাও সময়ের বিষয় নয়। তখন নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণা না করার কোনো কারণ থাকবে না।”
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি জানান, বৈঠকে অর্থনীতি ও ট্যারিফ বিষয়েও আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ট্যারিফ প্রত্যাহার না হলে বাংলাদেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হলে দেশে ও বিদেশে যেসব সিদ্ধান্ত স্থগিত রয়েছে, তা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। একটি নির্বাচিত সরকার দায়িত্বে এলে এসব সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এতে বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে।”
বিএনপির ভবিষ্যৎ অর্থনৈতিক নীতিমালা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, “বিগত দিনে দেশে যত বড় সংস্কার হয়েছে, তার সবই বিএনপির সময়ে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি, বিচার বিভাগের স্বাধীনতা—সবই বিএনপির হাত ধরেই এসেছে। ভবিষ্যতেও বিএনপি বড় ধরনের অর্থনৈতিক সংস্কার নিয়ে এগোবে।”
ফয়জুল করীমের পক্ষে বরিশালে উত্তাল জনতা, মেয়র ঘোষণার দাবিতে বিক্ষোভ
কার পক্ষে প্রশাসন? একে অপরকে দুষছে এনসিপি-বিএনপি
বাংলাদেশ ভালো না থাকলে ভারতও ভালো থাকবে না’—সরাসরি বার্তা দিল জামায়াত আমির
ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও নিরাপত্তায় অগ্রাধিকার: জামায়াত আমির
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না