বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। তিনি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি আগে থেকেই সকল রাজনৈতিক দলকে ডেকে আলোচনা করত, তাহলে এ নিষ্পত্তি অনেক আগেই সম্ভব হতো এবং রাজপথে আন্দোলনের প্রয়োজন পড়তো না।
রোববার (১১ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন ও মান্দারী ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক নেতা নির্বাচনের ভোট পরিদর্শনে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
শহীদ উদ্দিন চৌধুরী বলেন:
“হাসিনার বিচার দ্রুত হলে গুম-খুনের একটা ফলাফল আসবে। গণহত্যার বিচার হবে। যারা এসব অপরাধ করেছে তাদের রাজনীতি করার অধিকার নেই।”
তিনি আরও বলেন,
“আমরা চাই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এতে জনগণের দুর্ভোগ কমবে, বারবার মিছিল-মিটিং, অবরোধ, গাড়ি পোড়ানো—এসবের প্রয়োজন হবে না।”
তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ ‘গণহত্যা, গুম, খুন’ চালিয়েছে এবং সেই অপরাধের বিচার এখন সময়ের দাবি।
“মানুষ এখন রাজপথের আন্দোলন চায় না। মানুষ চায় আলোচনার মাধ্যমে, টেবিলে বসে সমস্যার সমাধান। সবার আগে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচার জরুরি।”
এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, পিপি আহমেদ ফেরদৌস মানিক, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন এবং সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু।
এ্যানির এই বক্তব্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে সমর্থন করলেও, এর মাধ্যমে তিনি আলোচনার প্রয়োজনীয়তা ও গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিষ্পত্তির ওপর জোর দিয়েছেন।
সূত্র:আমার দেশ
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ