পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের ছয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (২৭ এপ্রিল) সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশব্যাপী ছাত্রদের দাবি নিয়ে আন্দোলনের নতুন মাত্রা যুক্ত করবে।
গতকাল (২৬ এপ্রিল) ফেসবুকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, আগামী রোববার থেকে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে বিক্ষোভ মিছিল হবে এবং পূর্বে দেয়া সব কর্মসূচি অব্যাহত থাকবে। পলিটেকনিক শিক্ষার্থীরা আগে থেকেই বিভিন্ন কর্মসূচি যেমন সড়ক অবরোধ, বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন করে দাবি আদায়ের চেষ্টা করছিলেন।
গত ২৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা, তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন তারা। এর আগে, আন্দোলনকারীরা সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে, যার মধ্যে ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁও এলাকায় সাতরাস্তা মোড় অবরোধ এবং সারা দেশে একই দিন অবরোধ কর্মসূচি ছিল।
ছয় দফা দাবি:
১. ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করতে হবে এবং নিয়োগ বিধি সংশোধন করতে হবে।
২. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ: ডিপ্লোমা কোর্সে যেকোনো বয়সে ভর্তি হওয়া বাতিল করতে হবে এবং ইংরেজি মাধ্যমে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে।
৩. প্রকৌশলীদের জন্য আইনি ব্যবস্থা: ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত সরকারি পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ: কারিগরি সেক্টরে উপযুক্ত জনবল নিয়োগ এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূর্ণ করতে হবে।
৫. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয়: এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা সংস্কারের জন্য একটি কমিশন গঠন করতে হবে।
৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
এছাড়া, শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ, এবং সরকারের আশ্বাসের পরেও তাদের দাবি পূরণ না হলে আগামী দিনগুলোতে আরও তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে।