গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৪ মে) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, “গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার নিন্দা জানাই। প্রতিবাদী কণ্ঠকে কখনো হামলা করে থামানো যায় না। এটি কাপুরুষোচিত কাজ।”
তিনি আরও লেখেন, “জানি না হাসনাত আবদুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাঁটা। তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়। নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।”
এর আগে একই দিন সন্ধ্যায় গাজীপুরে অজ্ঞাত সন্ত্রাসীরা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। হামলার সময় গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত হন।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তবে এ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
হাসনাত আবদুল্লাহর অবস্থান ও হামলার পেছনে সম্ভাব্য কারণ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ