বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল এবং নির্বাচনী প্রতীক পুনরুদ্ধার সংক্রান্ত মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল, রোববার (১ জুন)। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের জানান, “ইনশাল্লাহ, আগামীকাল সকালে জামায়াতের নিবন্ধন মামলার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।” জানা গেছে, মামলাটি আগামীকালের কার্যতালিকায় শীর্ষে রাখা হয়েছে।
এর আগে গত ১৪ মে এই মামলার শুনানি শেষ হয়। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল ও নির্বাচনী প্রতীক ফিরে পাওয়ার লক্ষ্যে করা আপিলের রায় ঘোষণার জন্য ১ জুন দিন নির্ধারণ করেন আদালত।
আপিল শুনানিতে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মনির, এবং ব্যারিস্টার নাজিব মোমেন।
শুনানিকালে আদালত কক্ষে উপস্থিত ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩ সালে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করা হয়। দীর্ঘদিন পর আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড