প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
ইসরাইলের বোমারু বিমান অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিরতিহীন বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গাজায় ২৩ লাখ মানুষের খাবার, পানি, বিদ্যুৎসহ নিত্যপণ্যের সরবরাহ বন্ধ থাকায় সেখানে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। বাংলাদেশ বরাবরই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করে আসছে। সর্বশেষ নৃশংসতায় বাংলাদেশে ব্যাপকভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। মজলুম গাজাবাসীর প্রতি সহানুভূতি জানাতে বাংলাদেশের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, মানবাধিকার সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও মাঠে নেমেছে। এই সহানুভূতি শুধু ধর্মীয় নয়; মানবতার প্রতি দায়বদ্ধতার কারণেও।
বাংলাদেশ জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনি মজলুম জনগণের পক্ষে ভূমিকা রেখে এসেছে। ফিলিস্তিন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কও ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ। বন্ধুরাষ্ট্রের প্রতি আন্তরিক সমর্থনের কারণে আজও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সমর্থন জানায়নি বাংলাদেশ। অন্যদিকে ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর করার প্রয়োজনে ঢাকায় ফিলিস্তিনি দূতাবাস প্রতিষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের শিক্ষা উন্নয়নে বাংলাদেশ শুরু থেকেই সহযোগিতা করছে। সত্তরের দশক থেকে বিভিন্ন সময় বাংলাদেশের মেডিকেল টিম সেখানকার যুদ্ধাহতদের চিকিৎসাসেবা দিয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামে মানবিক সেবায় এখনও বাংলাদেশ সহযোগিতা করে থাকে। বিশেষ করে সাম্প্রতিক গাজায় যুদ্ধবিধ্বস্ত মানুষের চিকিৎসাসেবায় বেসরকারি পর্যায়েও বিভিন্ন সহযোগিতার সংবাদ পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গত ২১শে এপ্রিল ২০২৫ রোজ সোমবার মজলুম গাজাবাসীদের জরুরী ত্রান কার্যক্রম পরিচালনার জন্য ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মু্হাম্মদ সোলায়মান ফিলিস্তিন ত্রান কমিটির চেয়ারম্যান প্রিন্সিপাল মু্হাম্মদ রফিকুল ইসলাম মোল্লার নিকট ত্রানের চেক হস্তান্তর করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ড. আশরাফ উদ্দিন আহমেদ উপদেষ্টা প্রফেসর তাহেরা খাতুন, এক্সিউটিভ ডাইরেক্টর এস, এম, আল-আমীন ফয়েজী, ডাইরেক্টর মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ তোফাজ্জল হোসেন, মুহাম্মদ ওয়ালী উল্যাহ খান। উল্লেখ্য গাজায় ত্রান বিতরনে নেতৃত্ব দিবেন ফাউন্ডেশন এর প্রতিনিধি বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ হাবিবুল বাসার আল আজহারী।
যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সরকারি অনুমতির মাধ্যমে ফিলিস্তিন থেকে আহতদের বাংলাদেশে এনে চিকিৎসা সহায়তা দেয়াসহ ফিলিস্তিনিদের জন্য খাবার, নিরাপদ আশ্রয়, মানসম্মত শিক্ষা ও চিকিৎসার জন্য নিয়মিত আর্থিক সহায়তা করার অঙ্গিকার ব্যক্ত করছে। উক্ত মানবিক কার্যক্রমে দেশবাসীকে অংশগ্রহণ করার জন্য যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালনা পরিষদের পক্ষ থেকে বিনীত অনুরোধ রইলো।
হে আল্লাহ! আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করুন। হে আল্লাহ! তাদের সম্মান-মর্যাদা, বিজয় ও সক্ষমতা দিন। হে আল্লাহ! তাদের দুশ্চিন্তা দূর করুন, তাদের দুঃখ-কষ্ট লাঘব করুন, তাদের পাসমূহকে অটল রাখুন, তাদের মধ্যে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে দিন, বিপদগ্রস্তদের নিরাপদ করুন, তাদের মৃতদের প্রতি রহম করুন, নিহতদের শহীদ হিসেবে কবুল করুন। হে আল্লাহ! আপনি তাদের জন্য পৃষ্ঠপোষক ও সাহায্য-সহযোগিতাকারী হয়ে যান। আমিন।