নাম : মোঃ তানজিম হাসান
পিতা: মোঃশাকিল হোসেন
পোষ্ট:-বুজিডাঙ্গা মুন্দিয়া
থানা:কালীগঞ্জ,জেলা: ঝিনাইদহ
গত মঙ্গলবার কালিগঞ্জ মল্লিক নগর গ্যারেজে ট্রাকের তেলের ট্যাংকে আগুন লেগে তার শরীরের প্রায় ৮০ শতাংশের বেশি পুড়ে যায়,বর্তমানে সে ঢাকা বান ইউনিটে ভর্তি আছেন। তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।
বর্তমানে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে এই ব্যয় বহন করা সম্ভবপর হচ্ছে না।
আপনাদের নিকট বিনীত অনুরোধ, যদি মানবিক বিবেচনায় তাদের পাশে দাঁড়ান এবং আর্থিক সাহায্য প্রদান করেন, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আপনার সহানুভূতি ও উদারতা তাদের এই দুঃসময়ে আশার আলো হয়ে উঠবে।
আপনার সাহায্য পাঠানোর জন্য:
বিকাশ/নগদঃ 01712859401
বিকাশ/নগদঃ01822581318
যাকাত ফাউন্ডেশনের ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত ফিলিস্তিনি শিশুরা
মানবিক সহায়তার জন্য আবেদন