ভুয়া সনদপত্র ব্যবহার করে কলেজে প্রভাষক পদে চাকরি নেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল (৬৮), তার স্ত্রী লায়লা পারভীন (৬২) এবং কলেজটির অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার (৫৫)-এর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ জুন) দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২২ ডিসেম্বর ইসলাম শিক্ষা বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পান পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অবস্থিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজে। তিনি ওই কলেজের দাতা সদস্য এবং প্রতিষ্ঠাতা সভাপতি আউয়ালের স্ত্রী। তবে নিয়োগের সময় তিনি যে এসএসসি, এইচএসসি ও স্নাতক ডিগ্রির সনদপত্র জমা দেন, সেগুলো সবই জাল ও ভুয়া।
দুদকের অভিযোগ অনুযায়ী, স্বামীর প্রভাব এবং কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের সহযোগিতায় লায়লা পারভীন ভুয়া সনদপত্র ব্যবহার করে চাকরি গ্রহণ করেন এবং সরকারের রাজস্ব থেকে বেতন বাবদ অর্থ আত্মসাৎ করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, কলেজটি প্রতিষ্ঠার পর এমপিওভুক্ত না হওয়া সত্ত্বেও ২০১৮ সালে নিয়মবহির্ভূতভাবে সরকারি করা হয়। এরপর প্রভাষক হিসেবে লায়লা পারভীন পিরোজপুরের নাজিরপুর সোনালী ব্যাংক শাখা থেকে ২০১৮ সালের ৮ আগস্ট থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩ লাখ ৯৫ হাজার ৪০৬ টাকা উত্তোলন করেন।
এ ঘটনায় আউয়াল, লায়লা পারভীন ও অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারকে অভিযুক্ত করে মামলা রুজু করেছে দুর্নীতি দমন কমিশন। মামলাটি এখন তদন্তাধীন।
৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই- এর একটি অনুসন্ধানে উঠে এসেছে
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
আদালত অবমাননার মামলা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড