আওয়ামী লীগ সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট সকাল থেকে গভীর রাত পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে গোপনে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিকালে নিজেই এ কথা স্বীকার করেন সাবেক প্রতিমন্ত্রী পলক।
শুনানিতে পলক বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি জেলগেটে জিজ্ঞাসাবাদ চাই।” শুনানি শেষে আদালত রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বছরের ১৫ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পলককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে বিভিন্ন সময় হত্যা ও হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি পলককে বর্তমান মামলায় গ্রেফতার দেখানো হয়।
সরকার পতনের দিন ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে বিক্ষুব্ধ জনতা গণভবনসহ সংসদ ভবন এলাকায় প্রবেশ করে। সে সময় সংসদ ভবনের ভেতরে নিরাপদ আশ্রয়ে ছিলেন শিরীন শারমিন, পলকসহ আরও ১০ জন। পরে সেনাবাহিনীর একটি বিশেষ দল তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
আদালতে পলক বলেন, “৫ আগস্ট রাতে যখন লাখো মানুষ সংসদ এলাকা দখলে নেয়, আমরা তখনও সেখানে আটকে ছিলাম। সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে বের হতে পেরেছিলাম।”
এছাড়াও আদালতে দাঁড়িয়ে পলক ব্যক্তিগতভাবে অভিযোগ করেন, কারাগারে থাকা অবস্থায় তার দুটি শীতের সোয়েটার হারিয়ে যায়। তিনি বলেন, “আগামী শীত পর্যন্ত যদি কারাগারে থাকতে হয়, তাহলে আবার সোয়েটার জোগাড় করতে হবে।” পরে জানা যায়, হারিয়ে যাওয়া সোয়েটার দু’টি খুঁজে পাওয়া গেছে।
অপরদিকে, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও একাধিক মামলা থাকলেও এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বর্তমানে দেশেই আছেন, নাকি বিদেশে পালিয়ে গেছেন— তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। তবে একাধিক সূত্র মনে করে, তিনি গোপনে দেশেই অবস্থান করছেন এবং কোনো একটি প্রভাবশালী পক্ষের ছায়া নিরাপত্তায় রয়েছেন।
সূত্র:যূগান্তর
মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি
শেখ তন্ময়-সালাহউদ্দিনসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি
সব রাজনৈতিক মামলা প্রত্যাহার দাবিতে ছাত্র শিবিরের ৩ সপ্তাহের আল্টিমেটাম
দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সিদ্ধান্তে এগোচ্ছে সরকার
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না