বাংলাদেশ দ্বিতীয় দিনের শুরুতে হাতে ছিল মাত্র দুই উইকেট। আশাটা ছিল অন্তত ২৭০–২৮০ রানে পৌঁছার, কিন্তু সেটা পূরণ হয়নি। শেষ পর্যন্ত ২৪৭ রানেই গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস।
দিন শুরুতে কিছুটা আশার আলো দেখিয়েছিলেন তাইজুল ইসলাম। কিন্তু খুব বেশি সময় তিনি সঙ্গ দিতে পারেননি এবাদতকে। দিন শুরুর তৃতীয় বলেই তাইজুল চার মারলেও এরপর থেকে রান আসেনি প্রায় কিছুই। এবাদতকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আসিথা ফার্নান্দো, রিভিউ নিয়েও রক্ষা হয়নি।
৯ম উইকেট পড়ে ২২৯ রানে। এরপর তাইজুল একটু লড়াই চালিয়ে যান—মারেন তিনটি চমৎকার চার। ২৫০ ছোঁয়ার স্বপ্ন দেখা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ৮০তম ওভারের আগমুহূর্তে সোনাল দিনুশার বলে লং অনে ক্যাচ তুলে দিয়ে ৩৩ রানে আউট হন তিনি।
ফলে মাত্র ২৪৭ রানেই থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। বৃষ্টির কারণে আগের দিন ১৯ ওভার খেলা না হওয়ায় কিছুটা সময় আগে শুরু হয়েছিল আজকের খেলা, কিন্তু খুব একটা লাভ হয়নি সফরকারীদের। এখন লড়াইটা অনেকটাই নির্ভর করবে বোলারদের ওপর।