এনামুল হক বিজয়ের ব্যাটে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রানের ঝড় ওঠে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বারবার ব্যর্থতায় প্রশ্নের মুখে পড়ছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট সিরিজেও তেমনই চিত্র—গল ও কলম্বোতে মোট চার ইনিংসে তাঁর রান যথাক্রমে ০, ৪, ০ এবং ১৯।
এই বাজে পারফরম্যান্সে বিজয়ের জাতীয় দলে থাকা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করছেন, শুধু ঘরোয়া পারফরম্যান্স দেখেই কি তাঁকে জাতীয় দলে নেওয়া সঠিক হয়েছে?
এ নিয়ে কথা বলেছেন সদ্য সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, “বিজয় ভাইয়ের ৯ হাজার ফার্স্ট ক্লাস রান, ২৪টা সেঞ্চুরি, ৪৯টা ফিফটি—এরকম একজন অভিজ্ঞ খেলোয়াড়কে কেন দলে নেব না?”
শান্ত আরও ব্যাখ্যা করেন, বাংলাদেশ দল কয়েক বছর ধরেই ওপেনিংয়ে সমস্যায় ভুগছে। জয় ও জাকির আলি মাঝে মাঝে ভালো করলেও ধারাবাহিকতা আসেনি। তাই এমন অভিজ্ঞ কাউকেই দরকার ছিল।
তবে বিজয়ের ব্যর্থতার দায় তিনি এককভাবে তাঁর কাঁধে চাপাতে নারাজ। শান্ত বলেন, “এটা অবশ্যই হতাশার, কিন্তু শুধু তার উপর দোষ চাপানো উচিত নয়। দল হিসেবে আমরা ভালো খেলিনি।”
সংক্ষেপে, ঘরোয়া পারফর্মার বিজয়ের আন্তর্জাতিক ব্যর্থতা নতুন নয়, কিন্তু দলীয় দুর্বলতার প্রসঙ্গ তুলে শান্ত তাঁর নির্বাচনের পক্ষে যুক্তি দিয়েছেন—এবং ভবিষ্যতেও সুযোগ পেতে পারেন, যদি বিকল্প ওপেনাররা ধারাবাহিক না হন।