বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চলমান রাজনৈতিক সংকট ও বৈশ্বিক চক্রান্ত মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। ২৩ মে শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ আহ্বান জানান।
তারা বলেন, উপনিবেশিক শাসনের দীর্ঘ ইতিহাসের পরেও বাংলাদেশ প্রকৃত মুক্তি পায়নি। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হলেও শেখ মুজিবুর রহমানের বাকশাল শাসনের মাধ্যমে গণতন্ত্রের পথ রুদ্ধ হয়। পরবর্তী সময়ে ১৯৪৭, ১৯৬৯, ১৯৯০ এমনকি ২০২৪ সালেও জনগণের বিপ্লব কখনোই পূর্ণ সফলতায় পৌঁছায়নি চক্রান্তকারীদের কারণে।
নেতৃবৃন্দ ৩৬ জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেন। তবে তারা সতর্ক করে বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এবারও জাতিকে বিভাজন ও গোলামির পথে ঠেলে দিতে চায়।
তারা বলেন, কিছু ব্যক্তি অপরিপক্ব চিন্তা ও ফ্যাসিবাদী বয়ানের মাধ্যমে জনগণ ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। অথচ সেনাবাহিনী বরাবরই জাতির সংকটে পাশে থেকেছে। যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর জুলুম চালিয়েছে, তাদের শাস্তি দাবি করেন তারা।
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, জাতীয় ঐক্য আজ সময়ের দাবি। এটি শুধু স্লোগান নয়—এটি ইতিহাসের শিক্ষা ও ভবিষ্যতের নিরাপদ পথ। বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের আগ্রাসী কৌশলের মুখে জাতি যদি ঐক্যবদ্ধ না হয়, তবে আবারও ইতিহাসের গাদ্দার হিসেবে চিহ্নিত হবে কিছু দল ও ব্যক্তি।
বিবৃতিতে জুলাইয়ের চেতনা ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। ছাত্রশিবির মনে করে, ছাত্রসংগঠন, রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সকল দেশপ্রেমিক নাগরিককে জাতীয় সংকটে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মই আগামীতে জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, অগ্রসর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ