বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান আজ (শনিবার) এক বিবৃতিতে ইরানের উপর জায়নবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, এই বর্বরোচিত হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের চরম লঙ্ঘন। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে দখল, হত্যাযজ্ঞ ও বৈষম্য চালিয়ে আসা ইসরায়েল এখন সরাসরি মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ইরানে হামলার মাধ্যমে তারা গোটা মুসলিম উম্মাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, এই আগ্রাসন শুধু ইরান নয়, পুরো মুসলিম বিশ্ব ও মানবতার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক পরিকল্পনার অংশ। বিশ্ববাসী ও আন্তর্জাতিক মহলকে এখনই জেগে উঠতে হবে। জাতিসংঘ, ওআইসি ও মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ লেবার পার্টি এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার এবং সব সময় নিপীড়িত জনগণের পাশে আছে। ফিলিস্তিন, গাজা, লেবানন ও ইরানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
বিবৃতিতে তিনি বাংলাদেশ সরকারকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক প্রতিবাদ জানানো এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।