জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়নপত্র জমা, দল নিবন্ধনের সময়সীমা বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্যের ক্ষেত্রে সদস্যপদ বাতিলসহ ৯ দফা দাবি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে তুলে ধরা হয়েছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন তিনি।
বৈঠকে নির্বাচন কমিশন, আইন সংস্কার, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলে নাসীরুদ্দীন ছাড়াও উপস্থিত ছিলেন অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
বৈঠক শেষে নাসীরুদ্দীন বলেন, রোডম্যাপ বা নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনা আসার আগেই ইসি বক্তব্য দিচ্ছে, যা সন্দেহ সৃষ্টি করছে।
তিনটি সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এনসিপি দাবি জানিয়েছে, সংশ্লিষ্ট প্রার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।
নাসীরুদ্দীন বলেন, আওয়ামী লীগ দেশের প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্ট কাঠামোতে নিয়ে গিয়েছিল। এতে জনগণের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার দায় নির্বাচন কমিশনেরও রয়েছে।
সিইসি ও নির্বাচন কমিশনের নিয়োগসংক্রান্ত ২০২২ সালের আইনকে অবৈধ বলে মন্তব্য করেন এনসিপি নেতা। তবে বর্তমান কমিশন সংস্কার প্রক্রিয়ায় থাকতেও পারে, না-ও থাকতে পারে—এ বিষয়ে তারা উন্মুক্ত।
মনোনয়নপত্র জমায় শারীরিক উপস্থিতি বাধ্যতামূলক করা, ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থিতা স্বীকৃতি, হলফনামা যাচাই, নির্বাচনী সহিংসতা রোধ, ঋণখেলাপিদের প্রতিরোধ, প্রবাসীদের ভোটাধিকার, নিবন্ধনের সময়সীমা বাড়ানো ও গণতান্ত্রিক চর্চা তদারকির বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানান হয়।
এনসিপির মতে, এসব দাবি বাস্তবায়ন না হলে নির্বাচন ও ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।
বৈঠক শেষে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সূত্র:সমকাল
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ