বিজিএমইএ নির্বাচনে বিজয়ের পর যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা পেলেন বিজিএমইএ-র নবনির্বাচিত পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।
২৮ জুন ২০২৫, শনিবার, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস. এম. আল-আমীন ফয়েজীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীতে ড. হোসাইনীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করে।
এ সময় যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক প্রফেসর ড. শেখ মাহমুদ আহমেদ, মুহাম্মদ তোফাজ্জল হোসেন, এস. এম. আরাফাত হোসেন, হেড অব ব্রাঞ্চ কন্ট্রোলার মুহাম্মদ অলি উল্লাহ খান, ফিনান্সিয়াল অ্যানালিস্ট এটিএম মুস্তাফিজুর রহমান, যাকাত টেলিভিশনের হেড অব প্রোগ্রাম মুহাম্মদ নেয়ামত উল্লাহ সিরাজী, দাম্মাম প্রতিনিধি মুহাম্মদ হুমায়ুন কবির, এবং কুমিল্লা প্রতিনিধি মুহাম্মদ ওমর হোসাইন উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ড. হোসাইনীর সমাজসেবামূলক কর্মকাণ্ড ও শিল্প খাতে অবদানের ভূয়সী প্রশংসা করা হয়। নেতৃবৃন্দ বলেন, বিজিএমইএ-তে একজন মেধাবী ও দায়িত্বশীল পরিচালক হিসেবে ড. হোসাইনী নতুন মাত্রা যোগ করবেন। ব্যবসা ও সমাজকল্যাণে তাঁর অভিজ্ঞতা আগামী দিনে শিল্পখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।