যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত জেনারেল কাউন্সিল মেম্বার, বীর মুক্তিযোদ্ধা এবং ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর মামুনুর রশিদ খান (মানিক) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি কাল, ২৯ জুন ২০২৫ রোববার রাত ১০:৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
সোমবার (৩০ জুন) সকাল ৯টায় চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে ‘গোর-এ-গরিবা’ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর দ্বিতীয় জানাজা হয় নিজ গ্রামের বাড়ি বহরিয়াস্থ প্রাঙ্গণে, জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় স্থানীয় জনসাধারণ ছাড়াও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজার আগে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননায় গার্ড অব অনার প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও ও চাঁদপুর সদর থানার ওসি তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রয়াত মামুনুর রশিদ খান স্ত্রী, ৪ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর চার পুত্রই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।
যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।