আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনে (১৫ মে) ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে। বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক আমদানি ঋণপত্রের (এলসি) ক্ষেত্রে ১২২ টাকা দরে ডলার কেনাবেচা করছে।
বিভিন্ন ব্যাংকের ট্রেজারি প্রধানদের এক অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ১২২.৫০ টাকা দরে রেমিট্যান্স কিনেছে। একজন ট্রেজারি প্রধান জানান, লাভ-ক্ষতির হিসাব ছাড়াই এ হার নির্ধারণ করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো মৌখিক নির্দেশনা আসেনি।
ঈদ সামনে থাকায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, ফলে ডলারের তারল্য যথেষ্ট রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। এর ফলে ডলার সংগ্রহে কোনো অনিয়ম দেখা যায়নি।
এর আগে ১৪ মে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বাজারভিত্তিক বিনিময় হার চালুর ঘোষণা দেয়, যা ছিল আইএমএফের ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত। যদিও একটি অঘোষিত সীমা কার্যকর থাকবে এবং কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনাবেচার মাধ্যমে বাজারে সক্রিয় ভূমিকা রাখবে।
গত কয়েক মাস ধরেই ডলার ১২২ থেকে ১২২.৫০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে। নতুন ব্যবস্থা চালুর পরেও এ হার অপরিবর্তিত রয়েছে।
এর পাশাপাশি, ১৩ মে বাংলাদেশ ব্যাংক একটি নতুন নির্দেশনায় ঘোষণা দেয়, বৈদেশিক মুদ্রার কেনাবেচায় দামের ব্যবধান (স্প্রেড) ১ টাকার সীমা আর কার্যকর থাকবে না—পুরোপুরি বাজারনির্ধারিত হারের পথ উন্মুক্ত করা হয়েছে।