ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) বরাবর গোলাবর্ষণে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মির অঞ্চল। সর্বশেষ গোলাবর্ষণে পাকিস্তান-শাসিত কাশ্মিরে অন্তত পাঁচজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে মাত্র ৪০ দিনের একটি শিশুকন্যা এবং নববিবাহিত এক যুবক।
শুক্রবার (৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, বৃহস্পতিবার রাত ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরের একাধিক সেক্টরে গোলাবর্ষণ ও গোলাগুলির ঘটনা ঘটে। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে চাকোথি, লিপা, নিলুম জোরা, কেল, নাকিয়াল, ভিম্বার সামানি ও হাভেলি হাজি পীর।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে কোটলি জেলার খোই রাত্তা সেক্টরে। এখানে চারজন নিহত ও ১১ জন আহত হন। আহতদের কোটলির জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া বাগ জেলার চৌকি এলাকায় একটি বাড়িতে গোলার আঘাতে ভাইবোন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রতিনিয়ত গোলাবিনিময়ের ঘটনা ঘটছে। এতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা দিন দিন বাড়ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই