অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রওনা হয়েছেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল। শনিবার (২৪ মে) দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয় থেকে যাত্রা শুরু করে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নেবে। এই প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
জানা গেছে, এই বৈঠকে চলমান রাজনৈতিক সংকট, নির্বাচনকালীন ব্যবস্থা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।
অবস্থাদৃষ্টে ধারণা করা হচ্ছে, বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সরাসরি এই প্রথম পর্যায়ের আলোচনাটি হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। বৈঠকের মাধ্যমে চলমান রাজনৈতিক জট খোলার কোনো পথ তৈরি হয় কি না, সে দিকেই দৃষ্টি দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ