২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মোশাররফ হোসেন বলেন, “যথাশীঘ্র সম্ভব জনআকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, এই জনআকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বর্তমান সরকারের। অন্যথায় বিএনপি এই সরকারের প্রতি সহযোগিতা চালিয়ে যেতে পারবে না।
“যদি আমাদের এই প্রস্তাব ও পরামর্শগুলো আগের মতোই উপেক্ষিত হয়, তাহলে সেটি হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক,” উল্লেখ করে তিনি বলেন, “সেক্ষেত্রে বিএনপি সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কি না, তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
সূত্র:বিবিসি
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ