বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসেই ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে—এ ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কথা জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নওগাঁর সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নয়ন বলেন, “তারেক রহমান দেশের মানুষের জন্য যে স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই তিনি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। দেশের অর্থনৈতিক মুক্তির জন্য দ্রুত কর্মসংস্থানের বিকল্প নেই।”
ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে গরিবদের মাঝে পশু বিতরণ
ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মাহমুদুস সালেহীনের উদ্যোগে এই পশু বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। গরিব ও দুস্থ পরিবারের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর। এতে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক একেএম রউশন উল ইসলামসহ নেতৃবৃন্দ।
আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য
যুবদল সাধারণ সম্পাদক বলেন, “গত ১৬ বছর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় টিকে থাকতে পারেননি। ছাত্রদলের কেউ পড়াশোনাও করতে পারেনি। অথচ গণতন্ত্র ফিরিয়ে দিতে তারেক রহমান আপ্রাণ চেষ্টা করেছেন।”
তিনি অভিযোগ করে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা তাঁকে ফেরত এনে বিচার করতে চাই এবং লুন্ঠিত সম্পদ ফেরত আনতে চাই।”
নয়ন আরও বলেন, “সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর অজুহাতে ভোট ঠেকানোর সুযোগ নেই। আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত ভোট যেন কেউ নস্যাৎ করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
বিএনপি ক্ষমতায় এলে প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত হবে
যুবদল নেতা বলেন, “আমরা প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করব। আইন-আদালতে সবার জন্য সমান বিচার থাকবে। যারা বিএনপি করবে না তারাও নিরাপদ থাকবে। এটাই হবে গণতন্ত্রের আসল মানে।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ