মহান মে দিবসের প্রাক্কালে আজ দুপুর ২টায় নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় বিভিন্ন নেতাও সমাবেশে অংশ নেবেন এবং ১২ দফা শ্রমিক দাবি পেশ করবেন।
সমাবেশ সফল করতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোসহ শ্রমিক দল, ঢাকা মহানগর বিএনপি ও এর সম্মিলিত ইউনিটগুলো চলতি সপ্তাহ থেকেই প্রস্তুতি শুরু করেছে। লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপনসহ প্রচারণামূলক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার শ্রমিক দলের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাজধানীর শিল্পাঞ্চলগুলো থেকেও বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেবেন এবং ১২ দফা দাবি নিয়ে সমাবেশ মাঠ মাতাবে।
শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ এর আগে বহু প্রভাবশালী নেতা শ্রমিক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন; এবার তারেক রহমান ধারাবাহিকতায় বক্তব্য দেবেন।” সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, যিনি জানান, “সমাবেশ পরবর্তী সময়ে শ্রমজীবী মানুষের দাবি ও প্রস্তাবনার ওপর ভিত্তি করে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। বিপুলসংখ্যক শ্রমিক ও নেতাকর্মীর উপস্থিতি সমাবেশ স্মরণীয় করে তুলবে।”
মহান মে দিবসের আলোড়নে আজ নয়াপল্টন এলাকা কর্মস্থল-ঘেঁষা প্রাণচঞ্চল হতে যাচ্ছে, যেখানে শ্রমিকরা একত্রিত হয়ে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক মর্যাদার দাবিতে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাবেন।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ