কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ২৯ ও ৩০ এপ্রিল রাতভর সেখানে তুমুল গোলাগুলির ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তাদের পাল্টা হামলায় ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট এবং একাধিক বাঙ্কার ধ্বংস হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে জিও নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা প্রথমে বিনা উসকানিতে ছোট অস্ত্র ব্যবহার করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এরপর পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, জবাবি হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্টসহ একাধিক স্থাপনা ‘কার্যকরভাবে ধ্বংস’ করা হয়েছে।
এ ধরনের সংঘর্ষ এমন সময়ে ঘটলো, যখন কাশ্মীরের এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে।
জিও নিউজ জানায়, সীমান্তের কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় বাহিনী গোলাগুলি শুরু করলে পাকিস্তান ‘উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া’ জানায়। পাকিস্তানি সেনাবাহিনীর সূত্র বলছে, এই জবাব দেশটির উচ্চমাত্রার সামরিক প্রস্তুতির প্রমাণ দেয়।
এছাড়া, প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে ভারত তাদের ঘাঁটি খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নয়াদিল্লির এমন পদক্ষেপ একটি অস্থিতিশীল ও যুদ্ধ-প্ররোচনামূলক মনোভাবের প্রতিফলন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই