ইরান-ইসরাইল চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবিকে পাঁচবার নিরাপদ আশ্রয়কেন্দ্র বদলাতে হয়েছে। শনিবার (স্থানীয় সময়) ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি নিজেই এ তথ্য জানান।
তিনি লিখেন, “ইসরাইলে এক কঠিন রাত কাটল।”
ইহুদি ধর্মাবলম্বীদের জন্য প্রতি শনিবার ‘শাব্বাত’ দিনটি সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে। তবে হাকাবির ভাষায়, “এই শাব্বাত সম্ভবত তা হবে না।”
উল্লেখ্য, ইসরাইলের একটি সামরিক অভিযানের জবাবে ইরান শুক্রবার ভোরে বড় পরিসরে পাল্টা হামলা চালায়। এতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠে।
ইসরাইলের হামলার আগেই সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগের অনাবশ্যক কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
শুধু জরুরি দায়িত্বে থাকা কর্মীরা সেখানে অবস্থান করছেন।
গত শুক্রবার ভোরে ইসরাইল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালায়। এর পরই ইরান পাল্টা আক্রমণ শুরু করে, যার জেরে ইসরাইলে একাধিক এলাকায় হামলার আশঙ্কায় বিমানবন্দর বন্ধ, আশ্রয়কেন্দ্র খোলা এবং বিরাজ করছে চরম নিরাপত্তাহীনতা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই