“সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন”—এ প্রতিপাদ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট সদর থানা (পশ্চিম) শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।
শনিবার (২১ জুন) বিকাল ৩টায় বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের কাচারিবাড়ি (দক্ষিণ খানপুর) মাঠে এই ৪-দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সদর থানা (পশ্চিম) শাখার চারটি দল—ষাটগম্বুজ ইউনিয়ন বনাম খানপুর ইউনিয়ন এবং রাখালগাছি ইউনিয়ন বনাম বায়তুশ শরফ মাদরাসা শাখা। প্রতিযোগিতায় ষাটগম্বুজ ইউনিয়ন শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট সদর থানা (পশ্চিম) সভাপতি শেখ জোবায়ের এবং সেক্রেটারি শেখ মিরাজ।
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের খানপুর ইউনিয়ন সভাপতি মো. বাকি বিল্লাহ ও সেক্রেটারি আল আমিন হাওলাদার।
বক্তব্যে শেখ জোবায়ের বলেন,
“সুস্থতার প্রধান উপাদান হলো শারীরিক কসরত। শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতার জন্যও খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। ফুটবল খেলা দেহ ও মন—উভয়ের জন্য উপকারী। এ আয়োজন কেবল একটি খেলা নয়, বরং জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে ধারণ করে। এটি তাঁদের আত্মত্যাগ স্মরণে একটি অনন্য প্রয়াস।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. হানিফ তরফদার, মো. হাফেজ জিলানী, ষাটগম্বুজ ও রাখালগাছি ইউনিয়ন শাখার সভাপতি-সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এই আয়োজনে খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শহীদদের আদর্শ স্মরণে এক সচেতন প্রজন্ম গড়ে তোলার প্রয়াস স্পষ্ট হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ