বাজারে বোরো ধান ওঠার সঙ্গে সঙ্গেই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন ধানের সরবরাহ শুরু হলে বাজারে চালের দাম কমে আসবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি, নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।”
চালের বর্তমান উচ্চ মূল্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, “নাজিরশাইল কিংবা মিনিকেটের মতো চিকন চালগুলো মূলত বোরো মৌসুম থেকেই আসে। নতুন ধান বাজারে এলে এসব চালের দাম স্বাভাবিকভাবেই কমবে।”
এ বছর ধানের উৎপাদন ভালো হওয়ার আশা প্রকাশ করে শেখ বশিরউদ্দিন বলেন, “আবহাওয়া, বিদ্যুৎ সরবরাহ এবং সারের প্রাপ্যতা সবই অনুকূলে ছিল। তাই আমরা ভালো ফলনের ব্যাপারে আশাবাদী।”
তিনি আরও বলেন, “কৃষিপণ্য একটি গতিশীল বিষয়। তবে সরকার সব সময় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট। যে পণ্যের দাম বেশি হচ্ছে, সেটি সহনীয় পর্যায়ে আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”
সভা শেষে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, ট্রাম্পের প্রতিনিধিদল বাংলাদেশে এলে দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “এ বিষয়টিই তখন গুরুত্ব পাবে।”
তথ্য সূত্র :নয়া দিগন্ত
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না